বাংলা স্বরচক্র



বিবরণ

মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা - অতুলপ্রসাদ সেন If your device can display this sentence in Bengali perfectly, then your device supports Bengali and Swarachakra should also work well. If you do not see any text, or if some of the words are incorrect, Swarachakra may not work well.

স্বরচক্র বাংলা একটি টাচ-স্ক্রিন কী-বোর্ড যার মাধ্যমে বাংলা লেখা যেতে পারে। (হিন্দীর জন্যে দয়া করে স্বরচক্র হিন্দী ব্যবহার করুন এবং মারাঠীর জন্যে স্বরচক্র মারাঠী, এটি গুজরাতি, মালায়লম, তেলেগু, কন্নড়া, ওড়িয়া এবং পঞ্জাবীতেও পাওয়া যাবে )। স্বরচক্র একটি যুক্তিনির্দিষ্ট পরিকল্পনা দ্বারা গঠিত যার ভিত্তি বাংলা ভাষার মূল লিপির গঠনপ্রণালী। এতে ব্যঞ্জনবর্ণগুলি সেভাবেই লেখা আচ্ছে যেভাবে বাংলা ভাষার মূল লিপিতে স্বর ও ধ্বনির ভিত্তিতে শ্রেণীবিভক্ত থাকে, যেমনটা প্রায় সকল বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে থাকে।


স্বরচক্র দিয়ে টাইপ করা

বাংলায় প্রায় সকল ক্ষেত্রেই আমাদের একটি ব্যঞ্জনবর্ণের (ধ) সঙ্গে একটি মাত্রার (ো) সংযোজন করতে হয়, যেমন ধ + ো = ধো। যখন স্ক্রিনের একটি ব্যঞ্জনবর্ণের উপর আমরা চাপ দিই, সেই বর্ণ তার ১০টি অতিব্যবহৃত মাত্রা দ্বারা সংযোজিত হয়ে একটি চক্রের আকৃতিতে আমামদের সামনে এসে যাবে (ধা, ধি,ধী, ধু, ধূ, ধে, ধৈ, ধো, ধৌ..)। এভাবে চক্রটি সেই বর্ণ দ্বারা গঠিত বিভিন্ন সম্ভাব্য অক্ষরের একটি তালিকা প্রদর্শন করে। একটি অক্ষর পছন্দ করার জন্য তার দিকে আপনার আঙুল বা স্টাইলাস্ স্লাইড করান।

ক্রি , ষ্থ, চ্য় জাতীয় যুক্তাক্ষর টাইপ করা অনেকের পক্ষেই বেশ কঠিন হয়ে দাঁড়ায়। স্বরচক্র এটিকে সহজ করে তোলে। প্রথমে যুক্তাক্ষরের প্রথম বর্ণটিতে চাপ দিয়ে চক্র থেকে হলন্তটি বেছে নিন (স + ्)। স্বরচক্র এরপর সেই বর্ণ দিয়ে শুরু সম্ভাব্য যুক্তাক্ষরের একটি তালিকা প্রদর্শন করে (স + ् + থ = স্থ; চ + ् + য় = চ্য় ইত্যাদি)। যদি এতে মাত্রা যোগ করতে হয়, সেটি নতুন চক্রটি থেকে আগেকার মতোই বেছে নিন (স্থা, স্থি, স্থী, স্থু , স্থূ ...)।

রেফ্ (র্থ ), রফলা (ত্র) অথবা নুক্তা (ড়, খ়) টাইপ করার জন্যে প্রথমে যথাযথ কী-টি একদম ডানদিকের কলামে নীচের দিকের কী-গুলির মধ্যে থেকে বেছে নীন, তারপর স্বাভাবিক নিয়মে টাইপ করুন।

স্বরবর্ণগুলি (অ আ ই ঈ উ ঊ এ ঐ ও ঔ) নীচে ডানদিকে একটি আলাদা চক্রে রয়েছে |কম ব্যবহৃত স্বরবর্ণ ও মাত্রাগুলি তার ঠিক পাশেই (ঽ ৎ ৃ ঋৄ ৄ ৠ ৢ ঌ ৣ ৡ )। সংখ্যা, চিহ্ন এবং বিরল-ব্যবহৃত অক্ষরগুলি শিফ্টের মাধ্যমে প্রকাশ পায়। আপনি কোয়ার্টি (QWERTY ) কী-প্যাডও অস্থায়ীভাবে ব্যবহার করতে পারেন ইংরিজি অক্ষরের জন্য।


স্বরচক্র ইন্স্টল করা

  1. প্রথমে উপরের “Install” বোতামে ক্লিক করে স্বরচক্র বাংলা Install করূন
  2. এর পর আপনাকে কী-বোর্ডটি “enable” বা চালু করতে হবে। চালু করার জন্যে “Settings” খুলুন, “Language and Input” বেছে নিন এবং “Keyboard and input methods” সেকশনে স্বরচক্র বাংলা(Swarachakra Bangla)-এর সামনের বক্সটিতে টিক করুন।
  3. সবশেষে “Keyboard and input methods” সেকশনে “Default” অপ্শানে ক্লিক করুন, এবং স্বরচক্র বাংলা (Swarachakra Bangla)-কে ডিফল্ট কী-বোর্ড হিসেবে সেলেক্ট করুন। (দুঃখিত, কিন্তু Android এভাবেই কাজ করে)

বিঃ দ্রঃ - স্বরচক্র Android 4.0 (ICS) এবং পরের সংস্করণগুলির জন্য বননো | এটি এই সময় পুরনো সংস্করণগুলিতে কার্যকর নয় যেহেতু সেগুলি ইউনিকোড (Unicode ) সপোর্ট করে না।




Contact Us

For any queries and suggestions, contact us.